শিরোনাম
◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ ◈ হঠাৎ যে কারণে ইসরায়েলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান!

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১২:৩৪ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তবুও দেশকে রক্ষাতো করতে হবে

ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: দেশে দুর্নীতি যেভাবে সারা দেশের ঘরে ঘরে পারকোলেট করেছে তা রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারও সেটা জানে। দেশের মানুষও জানে। সরকার জানে বলেই দুদিন পর পর কিছু ধরপাকড় করে মানুষের রাগকে ডিসচার্জ করার একটা সুযোগ দেয়। একবার ক্যাসিনো হোতাদের ধরপাকড় বলেন আর দুর্নীতিবাজ সরকারি কর্মচারী-কর্মকর্তাদের ধরপাকড় বলেন। এগুলো নাটকের একটা অংশ। এগুলো আমাদের ওইসবের লেলিয়ে দিয়ে আরও বড় দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করে। আর তাদের লেলিয়ে দেওয়া পথে আমাদের ছুটে চলা নিশ্চই তাদের অনেক বিনোদন দেয়। নিশ্চয়ই বিলাসবহুল হোটেলে ডিনার খেতে খেতে আনন্দে হাসিতে ফেটে পরে। 

সরকারতো ইচ্ছে করেই কারো দুর্নীতির কিছুটা তুলে ধরে তাদের অর্থবিত্তসহ পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে তারপর বিচারের ইন্তেজাম করে। সরকার তো ইচ্ছে করেই দেশের সকল প্রতিষ্ঠানের এক নম্বর পদে দলান্ধ অযোগ্যদের নিয়োগ দেয়। অযোগ্যরা সেই সব পদে গিয়ে যোগ্যদের বিতাড়িত করে বা তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে আর অযোগ্যতা আস্কারা দিয়ে তাদের একটা সিন্ডিকেট তৈরি করে। বাংলাদেশ ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি সেখানে কাকে নিয়োগ দিয়েছে। একজন ডি-গ্রেড পাওয়া। সেই গভর্নর কাকে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদে নিয়োগ দিয়েছে। মহা-দুর্নীতিবাজ মতিউরকে। একটি দেশের পুলিশ প্রধানের দুর্নীতিতো গণমাধ্যমে সবাই দেখেছেন। সরকার কি জানতো না? সব জেনেশুনেই নিয়োগ দিয়েছেন। সরকারের খোদ একজন এমপি এত বছর যাবৎ স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত ছিলেন। সেটা কি সরকার জানতো না? জেনেশুনেই তাকে এমপি বানিয়েছেন। এভাবে লোম বাছতে গেলে কম্বল বলে আর কিছু থাকবে না। 

সোনার বাংলা বানাতে গিয়ে দুর্নীতির বাংলা হয়ে গেছে। দুই বড় দল দিয়ে এই দেশ রক্ষা হবে না। আমাদের নতুনের সন্ধান করতে হবে। দেশে এখনো যে কজন ভালো মানুষ আছেন তাদের এগিয়ে আসতে হবে। পরিবর্তনের সকল রাস্তা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বন্ধ করার চেষ্টা হয়েছে। তবুও দেশকে রক্ষাতো করতে হবে। এইভাবে চলতে পারে না। লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়