শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. জাফরুল্লাহর ঘোষণা আদালত অবমাননার শামিল: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ

আনিস তপন: ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া ও হেফাজতের সহিংসতার মামলায় সংগঠনের নেতাদেরকে মুক্ত করতে ১০ হাজার মানুষকে নিয়ে হাইকোর্ট ঘেরাও করার যে ঘোষণা জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন সেটি আদালত অবমাননার শামিল। তিনি বলেন, ‘আমি জানি না, আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন। এটি আদালতকে হুমকি দেয়ার শামিল।’

সোমবার (৪ জুলাই) সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন। তিনি পদ্মা সেতুর উপর দিয়ে সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনে গিয়েছেন। তার পূর্ণিমার রাতে যাওয়ার দরকার নাই। যদি খালেদা জিয়া রাজি হন, তাহলে জাফরুল্লাহ সাহেব পূর্ণিমা রাতে যেতে পারেন। অন্য সময় বাদ দিয়ে হঠাৎ পূর্ণিমার রাতে খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুতে যাওয়ার ইচ্ছা কেন- সেই প্রশ্নও তুলেছেন হাছান মাহমুদ।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান জনগণ বর্জন করেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য রেখেছেন, সেটি নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। বলেন, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, পদ্মা সেতু তাদের গলার কাঁটা হয়ে গেছে। সারাদেশের মানুষ উচ্ছ্বসিত। মানুষ যেভাবে পুলকিত, উল্লসিত এবং গর্বিত। কিন্তু বিএনপি ঠিক সমপরিমাণ লজ্জিত এবং সমপরিমাণ গলার কাঁটা হয়ে গেছে বলে তাদের বক্তব্যে মনে হচ্ছে।

তিনি বলেন, মূল অনুষ্ঠানে শুধু তিন হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আর কারও যাওয়ার সুযোগ ছিল না। তিন হাজার মানুষের প্রত্যেককে করোনা টেস্ট করে সেখানে যেতে হয়েছে। আর যে জনসভা হয়েছে সেখানে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। আর সেদিন যদি পদ্মা সেতু দেখার সুযোগ পাওয়া হতো, কত মানুষ হতো, সেটা আমি জানি না। পদ্মা সেতু যদি দেখার সুযোগ করে দেয়া হতো, আমার মনে হয় যদি সুযোগ থাকত, দেশের সব মানুষ সেখানে চলে যেত। শুধু বিএনপির উদ্ভ্রান্ত বক্তব্য রাখা কয়েকজন নেতা ছাড়া।

তথ্যমন্ত্রী বলেন, তাদের বক্তব্যে মনে হচ্ছে, তাদের একটু মানসিক চিকিৎসার এখন সত্যিই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যেভাবে উদ্ভ্রান্তের মতো কথা বলছেন, বিশেষ করে রিজভী আহমেদকে। তিনি অসুস্থ ছিলেন। আমার মনে হয় পুরোপুরি সুস্থ হননি। সেজন্য অসুস্থ মানুষের মতোই কথা বলেন। আরও একটু চিকিৎসা দরকার আছে বলে আমার মনে হচ্ছে।

পদ্মা সেতু নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু বিএনপির গলার কাঁটা। যেখানে সারা দেশের মানুষ উল্লাসিত, সেখানে বিএনপি লজ্জিত। রিজভী আহমেদের চিকিৎসা দরকার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, মনে হয় পুরোপুরি সুস্থ হননি। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়