সালেহ ইমরান: [২] পদ্মাসেতু উদ্বোধনের পর কেটে গেছে দুই বছর। এই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ১ কোটি ২৭ লাখ ২৭৫টি পরিবহন। টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ টাকা- যা এই সেতু নির্মাণের মোট ব্যয়ের পাঁচ শতাংশ। সম্প্রতি রাজধানীর বনানীস্থ সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
[৩] মন্ত্রী জানান, পদ্মা সেতুর টোল বাবদ আয় দিয়ে আট কিস্তিতে ১২৬২ কোটি টাকা সরকারের অর্থবিভাগকে পরিশোধ করা হয়েছে।
[৪] ওবায়দুল কাদের বলেন, আজকের দিনটি আমাদের জন্য প্রতীক্ষিত দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের জন্যই নিজস্ব আয় দিয়ে এই সেতু নির্মাণ সম্ভব হয়েছে। সেই সেতু এখন ফল দিতে শুরু করেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :