শিরোনাম
◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৯:৪৭ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মাসেতু বদলে দিয়েছে দক্ষিণাঞ্চলের কৃষকদের জীবন  

মোস্তাকিম স্বাধীন: [২] পদ্মাসেতু পাড়ি দিয়ে এখন ঢাকার বাজারে প্রবেশ করছেন দক্ষিণাঞ্চলের কৃষকেরা। পদ্মা সেতু চালু হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে শরীয়তপুরের সবজি বিক্রি হচ্ছে ঢাকার কাওরানবাজার, মিরপুর, ধানমন্ডিসহ বেশকিছু বাজারে। 

[৩] কৃষকরা বলছেন, ২০২২ সালে যখন পদ্মা সেতু চালু হলো তখন থেকেই বদলে গেছে তাদের বিপণন ব্যবস্থা । কৃষকদের পোহাতে হচ্ছে না ঘণ্টার পর ঘণ্টা নদী পারাপারের ফেরি বিড়ম্বনা। কৃষকরা পাচ্ছেন ভালো দাম । এখানকার সবজি, পেঁয়াজ, রসুনের আবাদ বেড়েছে। কৃষিপণ্য সহজেই ঢাকার বাজারে পাঠাতে পারায় তাদের আর্থিক অবস্থা পাল্টে গেছে। (সমকাল) 

[৪] কৃষি অধিদপ্তর সূত্র বলছে, গত দুই বছরে এ অঞ্চলে পেঁয়াজ রসুনের আবাদ বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৯৬৬ হেক্টর জমিতে। উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৩২৯ মেট্রিক টনে। 

[৫] শরীয়তপুরের জাজিরার মিরাশার চাষি বাজার এখন জমজমাট হয়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয়  উন্নয়নে। শরীয়তপুরের অতিরিক্তি জেলা প্রশাসক(রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস বলেছেন, যোগাযোগ সহজ হওয়ায় অল্প সময়ের মধ্যে এখানকার কৃষকেরা তাদের পণ্য বিক্রির  বড় বাজার ধরতে পেরেছেন। (বিডিনিউজ) 

[৬] পদ্মা সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও শিল্পপণ্যের সরবরাহ ব্যবস্থা বদলে দিয়েছে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থাকে। এখন শুধু কৃষিনির্ভর অর্থনীতিই বাড়ছে না, বাড়ছে নদীকেন্দ্রিক পর্যটন শিল্প। 

[৭] বিশেষজ্ঞরা বলছেন, কৃষি, শিল্প, মাছ ও পাটজাত পণ্য কম সময়ে ও কম খরচে দুই প্রান্তে পৌঁঁছে যাচ্ছে। আর্থিক হিসেবে জিডিপিতে যোগ হচ্ছে ৪৮ থেকে ৮০ হাজার কোটি টাকা। কৃষিকাজের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে । পদ্মার দুই পাড়কে ঘিরে গড়ে উঠছে ৪টি স্যাটেলাইট শহর। (যায়যায়দিন)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়