শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ১২:৩৫ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাটের সিদ্ধান্ত এক মাস পর, কমিটি গঠন

রিয়াদ হাসান: [২] মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে ভ্যাট বসানোর সিদ্ধান্তটি চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রধান করা হয়েছে মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষও (ডিটিসিএ) থাকছে। 

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে বিষয়টি জানান সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী। এরআগে বেলা আড়াইটার দিকে মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপ কীভাবে করা হবে তা নিয়ে এনবিআর ও ডিএমটিসিএলের মধ্যে একটি সভা হয়।

[৪] এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, আজকের বৈঠকে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এক মাসের মধ্যে জানাবে, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট কীভাবে ইনক্লুড করা যায়। আমরা ভ্যাট দিতে চাই। তবে এ ভ্যাট ইনক্লুড করার পরে যাত্রী সাধারণের ওপর যেন চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।  

[৫] শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রেনের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। একইভাবে মেট্রোরেলের ভাড়া থেকেও ভ্যাট আদায় করতে চায় এনবিআর। তবে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়ে আসছিল এনবিআর। এই অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে সদ্য বিদায়ী জুন মাসে। চলতি জুলাই থেকে ভ্যাট কার্যকর হওয়ার কথা থাকলেও আজকের আলোচনা সভায় অব্যাহতির মেয়াদ আরও এক মাস বাড়ল। তবে ভ্যাট ইনক্লুড হলে মেট্রোরেলের ভাড়ায় কোনো প্রভাব পড়বে কি না সেটি নিয়েও স্পষ্ট করছে না সংশ্লিষ্টরা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়