শিরোনাম
◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ১২:১৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার এনবিআর থেকে সরানো হলো ফয়সালকে

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে ‘অবমুক্ত’ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে তাকে অবমুক্ত করে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত রোববার প্রজ্ঞাপনের মাধ্যমে ফয়সালকে বগুড়া কর অঞ্চলের অধীন পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়। বৃহস্পতিবার তাকে অবমুক্ত করে এনবিআর। সরকারি রাজস্ব আদায়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য আসার আলোচনা ও তাকে সংস্থাটি থেকে সরিয়ে দেওয়ার মধ্যে ফয়সালের বিষয়টি সামনে আসে। সূত্র: দেশ রূপান্তর

গত ২৭ জুন দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকার একটি আদালতের আদেশে আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী আফসানা জেসমিন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিগণের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা মালিকানা সত্ত্ব বদল রোধের জন্য ব্যাংক হিসাব, ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ও নন ব্যাংকিং ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের আমানতসমূহ থেকে অর্থ উত্তোলন অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দ হয়।

আদালতের আদেশের পর বোর্ড অফিস থেকে সরিয়ে নেওয়া হয় ফয়সালকে। ফয়সালকে বগুড়ায় পাঠানোর পর সেখানকার কর্মকর্তা মো. মনিরুজ্জামান নামে এক কর্মকর্তাকে বদলি করে এনবিআরের প্রথম সচিব (কর) হিসেবে পদায়ন করা হয়।

আদালতে দুর্নীতি দমন কমিশনের আবেদনে বলা হয়েছে, মাহমুদ ফয়সাল তার নিজ নামে ও তার স্ত্রী আফসানা জেসমিনের নামে ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে দুই কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করে ৫ কাঠার প্লট কিনেছিলেন। অনুসন্ধান চলাকালে তারা জলসিড়ি আবাসন প্রকল্পের প্লট বিক্রি করে দেন। আরও সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পারার পর সেগুলো জব্দের আবেদন করা হয়। সূত্র: ইত্তেফাক

দুদক মনে করছে, এসব সম্পত্তি তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন এবং সেগুলো ‘অপরাধলব্ধ’ কর্মের মাধ্যমে অর্জিত হয়েছে। এর আগে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়। সোনালী ব্যাংকে পরিচালকের পদও হারিয়েছেন তিনি। এরপর থেকে লাপাত্তা মতিউর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়