শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল হবে: নসরুল হামিদ 

এম এম লিংকন: [২] মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ডে এই টার্মিনাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  

[৩] সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা চলছে এমন তথ্য জানিয়ে তিনি আরো বলেন,মহেশখালী থেকে গ্যাস সঞ্চালনের জন্য একটি পাইপলাইন প্রয়োজন। জাইকা পাইপলাইন স্থাপনে বিনিয়োগ করতে পারে যোগ করেন তিনি। 

[৪] বৃহস্পতিবার  সচিবালয়ে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।

[৫] বিশাল সমুদ্রের সুনীল অর্থনীতির সুফল আমরা পাচ্ছি না হতাশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এখানেও জাইকা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। মানবসম্পদ উন্নয়নে জাইকার আরও অবদান প্রত্যাশা করছে নসরুল হামিদ।

[৬] বাংলাদেশের সঙ্গে জাইকার দীর্ঘদিনের সুসম্পর্ক উল্লেখ করে এ সময় জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রতিবছরেই এ দেশের অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি কাজে জাইকা বিনিয়োগ করছে। 

[৭] মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সৌরবিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লিকেজ ডিটেকশন ও গ্যাস খাতের ডিজিটাইজেশনে জাইকার অবদান দৃশ্যমান করছে ও করবে যোগ করেন তিনি। 

[৮] বিপিএমআইয়ের সক্ষমতা বৃদ্ধিতে জাইকা কাজ করতে ইচ্ছুক বলেও জানিয়েছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়