সাজিয়া আক্তার: [২] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।
[৩] সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
[৪] ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে এবারের ঈদ যাত্রা অতীতের যে কোন সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে।
[৫] ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।
[৬] তিনি বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা যাতে নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সরকার সেভাবেই প্রস্তুতি নিয়েছে। দুর্ঘটনাসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও শৃংখলা বজায় রেখে পরিবহন পরিচালনার জন্য মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :