শিরোনাম
◈ বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না: সংসদে প্রধানমন্ত্রী ◈ পাট ও বৈচিত্র্য পূর্ণ পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি দেওয়া হবে: বস্ত্রমন্ত্রী ◈ সিলেট-সুনামগঞ্জে বন্যায় সাড়ে ৩ লাখ ডলার সহায়তা দিলো যুক্তরাষ্ট্র ◈ কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ ২০৩৫ সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার সম্ভব হবে: প্রধানমন্ত্রী  ◈ আবারও আবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ◈ প্রত্যয় কর্মসূচি: অর্থমন্ত্রীকে আলোচনায় বসার চ্যালেঞ্জ ঢাবি শিক্ষক সমিতির ◈ পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ৫ জুলাই, প্রধান অতিথি শেখ হাসিনা ◈ শিক্ষকদের পেনশনবিরোধী প্রতিবাদে বিএনপির সমর্থন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ১১:০০ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ডেপুটি স্পিকার

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। এ সময় স্পিকারের সাথে তিনি কুশলাদি বিনিময় করেন এবং স্পিকার তাকে স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হয়ে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

[৩] দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা ও চিকিৎসাধীন সময়ে সার্বক্ষণিক তত্বাবধান করায়  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান ডেপুটি স্পিকার।

[৪] তিনি আজ (সোমবার) সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেন ও সংসদ ভবনের নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করেন। গত ৩ দিন তিনি ঢাকার সমন্বিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন।

[৫] এ সময় ডেপুটি স্পিকারের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজ রেখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

[৬] জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ)  এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতালে সাক্ষাৎ করেন এবং স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

[৭] অসুস্থতার সময় আন্তরিকভাবে খোঁজ রাখায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেপুটি স্পিকার।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়