শিরোনাম
◈ কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা ◈ কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ল সবজির, পেঁয়াজ ১১০, কাঁচামরিচের ত্রিপল সেঞ্চুরি ◈ দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ◈ নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না: প্রধানমন্ত্রী ◈ পরিবর্তন এখন থেকেই শুরু হলো, প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভাষণে কিয়ার স্টারমার ◈ সাংবাদিকদের সত্য তথ্য উপস্থাপন করার অনুরোধ মতিউরের স্ত্রী লাকীর ◈ আইজিপি পদে আরো ১ বছর থাকছেন আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০৯:৩৫ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৬১টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় সংসদে জানিয়েছেন, সারাদেশের ৪৬১টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে। তবে সারাদেশে ৪৯৫টি উপজেলা রয়েছে।

[৩] সোমবার  বিকালে জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রীএ তথ্য জানান।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

[৪] মন্ত্রী  বলেন, সারাদেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যের বিপরীতে এরইমধ্যে ৪৬১টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়েছে। অবশিষ্ট ৩৪টি উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে ৪টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে।

[৫] সংসদ সদস্য মো. আফজাল হোসেনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বছরের অন্যান্য সময়ের তুলনায় গ্রীষ্ম মৌসুমে দাবদাহের ফলে অগ্নিদুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পায়। গ্রীষ্মের শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনা রোধকল্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। দেশের হাট-বাজার শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্মেন্টস, শিল্প -কারখানায় অগ্নি দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসংযোগ, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়