শিরোনাম
◈ বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শেখ হাসিনা ◈ সুন্দরবনের মধু বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে: মন্ত্রণালয় ◈ মতিউর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি  ◈ বেনজীরের ৪টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ  ◈ সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছুই নয়: ওবায়দুল কাদের ◈ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস ◈ ফিলিপাইনে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৫ ◈ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহাল ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রাজিল ◈ শিক্ষার চেয়ে বিয়েতে দ্বিগুণ খরচ ভারতীয়দের

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ০৮:১৫ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২৪, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ ইতিবাচক আখ্যান রচনায় গণমাধ্যমের অবদান রয়েছে: হাইকমিশনার 

খুররম জামান: [২] ঢাকাস্থ ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় হাই কমিশনে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব)-এর সঙ্গে একটি বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন। 

[৩] ভারত সরকার কর্তৃক আয়োজিত ডিক্যাব-ভারত-বাংলাদেশ ইতিবাচক আখ্যান রচনায় গণমাধ্যমের অবদান রয়েছে: হাইকমিশনার 

খুররম জামান: [২] ঢাকাস্থ ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় হাই কমিশনে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব)-এর সঙ্গে একটি বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন। 

[৩] ভারত সরকার কর্তৃক আয়োজিত ডিক্যাব-এর সদস্যদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রেক্ষাপটে  বিশ জন ডিক্যাব সদস্যের প্রথম ব্যাচ ২০২৪ সালের মে মাসে এক সপ্তাহব্যাপী কার্যক্রমে ভারত সফর করেছিলেন।

[৪] উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে গিয়ে প্রণয় ভার্মা বলেন, আমাদের যৌথ ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, গণমাধ্যম একটি সেতু হিসেবে কাজ করে, যা আমাদের জনগণকে সংযুক্ত করে, সংলাপকে সহজতর করে এবং বোঝাপড়ার উন্নয়ন ঘটায়। 

[৫] অনুষ্ঠান চলাকালে, ডিক্যাব সদস্যরা তাদের ভারত সফরের অভিজ্ঞতা এবং ভারত ও ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে তাঁদের উপলব্ধির উন্নয়নের ক্ষেত্রে সফরটির ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।

[৬] ডিক্যাব সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সক্ষমতা-বিনির্মাণ বিষয়ক বিনিময় কার্যক্রমের দীর্ঘকালীন ঐতিহ্যের অংশ বলে জানিয়েছে হাই কমিশন। 

এর সদস্যদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রেক্ষাপটে  বিশ জন ডিক্যাব সদস্যের প্রথম ব্যাচ ২০২৪ সালের মে মাসে এক সপ্তাহব্যাপী কার্যক্রমে ভারত সফর করেছিলেন।

[৪] উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে গিয়ে প্রণয় ভার্মা বলেন, আমাদের যৌথ ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, গণমাধ্যম একটি সেতু হিসেবে কাজ করে, যা আমাদের জনগণকে সংযুক্ত করে, সংলাপকে সহজতর করে এবং বোঝাপড়ার উন্নয়ন ঘটায়। 

[৫] অনুষ্ঠান চলাকালে, ডিক্যাব সদস্যরা তাদের ভারত সফরের অভিজ্ঞতা এবং ভারত ও ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে তাঁদের উপলব্ধির উন্নয়নের ক্ষেত্রে সফরটির ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।

[৬] ডিক্যাব সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সক্ষমতা-বিনির্মাণ বিষয়ক বিনিময় কার্যক্রমের দীর্ঘকালীন ঐতিহ্যের অংশ বলে জানিয়েছে হাই কমিশন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়