শিরোনাম
◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা ◈ মণিপুরের সহিংসতায় মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২২, ০৪:৫১ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২২, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

মনিরুল ইসলাম: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নব গঠিত আহবায়ক কমিটি। 

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিপিজেএর’র আহবায়ক নিখিল ভদ্র ও সদস্য সচিব কাজী সোহাগ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, বিপিজেএ’র আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান সম্রাট, রফিকুল ইসলাম সবুজ, গাজী শাহনেওয়াজ ও শাহজাহান মোল্লা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া ও নির্বাহী সদস্য মো. তানভীর আহমেদ প্রমুখ। 

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন এবং জাতির পিতার পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ জুন গঠিত বিদায়ী নির্বাহী কমিটির মেয়াদ প্রায় ৬ বছর আগে উত্তীর্ণ হওয়ায় গত ২৯ জুন জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংগঠনের এক সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে হালনাগদ ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনের আয়োজন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়