আদালত প্রতিবেদক: [২] গৃহকর্মীর মৃত্যুর মামলায় জামিন পেলেন ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক। আজ মঙ্গলবার (১১ জুন) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা খাতুনের কোর্ট এ রায় দেন।
[৩] সৈয়দ আশফাকের মামলায় হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, এটা জামিনযোগ্য অপরাধ। দ্বিতীয় পর্যবেক্ষণে আদালত বলেন, আশফাককে ডেইলি স্টার থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন ব্যক্তি কিভাবে ভিক্টিমাইজড হয় এবং এখন তার জীবনও হুমকির মুখে।
[৪] এ বিষয়ে সৈয়দ আশফাকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ডেইলি স্টারের কার্যনির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের রুল শুনানি হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে আশফাককে জামিন দিয়েছেন। এটা জামিনযোগ্য অপরাধ।
[৫] এর আগে, গত ২২ এপ্রিল একই মামলায় জামিন পেয়েছেন সৈয়দ আশফাকের স্ত্রী তানিয়া খন্দকার।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :