এম.এ. লতিফ: [২] বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন আদালত।
[৩] গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে করা মামলায় প্রতিবেদন দাখিলের দিন গতকাল ধার্য ছিল।
[৪] গত ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ আদালত আসামিদের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাদের ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এরপর ১৩ ফেব্রুয়ারি ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ ফেব্রুয়ারি রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
[৫] গত ০৭ ফেব্রুয়ারি গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলাটি দায়ের করেন ।
[৬] জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ওই ভবনে সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। সম্পাদনা: সমর চক্রবর্তী
এমএএল/এসসি/একে
আপনার মতামত লিখুন :