শিরোনাম

প্রকাশিত : ১০ মে, ২০২৪, ০২:৩৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৪, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামের খাদেম হিসেবে আমৃত্য মানুষের সেবা করতে চান পলক

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি: ইসলামের খাদেম হিসেবে আমৃত্য মানুষের সেবা করতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক।তিনি বলেন, আপনারা দোয়া করবেন আমি যেন ইসলামের খাদেম হিসেবে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারি। আমার প্রাণের সিংড়াকে উন্নত, আধুনিক নান্দনিক, মানবিক এবং স্মাট হিসেবে গড়ে তুলতে পারি।

শুক্রবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত হাজী সমাবেশ-২০২৪ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গি ইজতেমার জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করেছেন। ইসলাম ধর্মের সম্প্রসারণ করার জন্য কাকড়াইল মসজিদসহ অসংখ্যক মসজিদ প্রতিষ্ঠান করেন। তিনি আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, সারাবিশ্বের মুসল্লিম জাহানের মধ্য ঐক্য, শান্তি এবং যারা অত্যাচার, কষ্টের মধ্য আছেন, তাদের যেন মুক্তি দান করেন। আমাদের ফিলিস্তিনি ভাই-বোন, শিশুদের বিরুদ্ধে ইসরাইল যে অপহত্যা চালাচ্ছে। তাদের থেকে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের রক্ষা করুন। এবং তারা মুক্ত স্বাধীন ভাবে ভূ-খণ্ডে বসবাস করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়