এম এম লিংকন: [২] পশ্চিমাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার কোনোটাই নিজেদের সৃষ্টি নয়। সবই বিদেশ থেকে এসেছে এগুলো গরিবের কষ্টের কারণ। সবই পশ্চিমারা সৃষ্টি করেছে।
[৩] যুদ্ধবিগ্রহ করে পশ্চিমারা সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু দেশের অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা কেউ এটা বলেন না, এটা খুবই লজ্জার। সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সে ইঙ্গিত দিয়েছেন যোগ করেন তিনি।
[৪] বৃহস্পতিবার পেট্রোবাংলায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
[৫] বিজ্ঞানীরা অনেকে নীরবে কাজ করেন এমন আপত্তি তুলে এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কিন্তু তাদের ( বিজ্ঞানীদের) কাজগুলো পরে আর আমাদের পর্যন্ত সেভাবে আসে না। আপনারা রিপোর্ট করে নিয়ে বসে থাকেন। বিজ্ঞানীদের কিছু রিপোর্ট প্রকাশ করার আহ্বান জানান তিনি।
[৬] একটা বিভাগ আবিষ্কার করছে; আরেক বিভাগ লাইসেন্স দিচ্ছে, আরেক বিভাগ ব্যবসা করছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, তাহলেতো আবিষ্কারের জন্য আমাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আপনারা ( বিজ্ঞানীরা) কী চান সেটাতো আপনাদের দিক থেকে প্রস্তাবনা আসতে হবে যোগ করেন তিনি।
[৭] বিজ্ঞানীদের উদ্দেশে তিনি আরও বলেন, অনেক সময় গেছে, এখন আর বসে থাকার সুযোগ নেই। দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। জিএসবিকে আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে। এসব প্রস্তাব আপনাদের দিক থেকে প্রস্তাবনা আসা উচিত বলে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের কাছে প্রত্যাশা করেন নসরুল হামিদ।
[৮] তাত্ত্বিক বিষয় শুধু আলোচনা করলে হবে না মন্তব্য করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নুরুল আলম বলেন, এর পাশাপাশি প্রায়োগিক বিষয় যুক্ত থাকতে হবে। প্রকল্পটি কীভাবে বাণিজ্যিকভাবে সফল হবে তার দিকনির্দেশনা থাকতে হবে। তাহলেই আর্থিকভাবে সফল প্রকল্প নেওয়া সম্ভব । সম্পাদনা: সমর চক্রবর্তী
এমএমএল/এসসি/একে
আপনার মতামত লিখুন :