শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০১ মে, ২০২২, ০৯:১৭ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে বেতনের টাকা না দিয়ে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গার্মেন্টস মালিকের বাসার সামনে টানা রাত-দিন অবস্থান করেছে টিএম কম্পোজিট নীট লি. নামক গার্মেন্টসের শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ওপর এলাকার স্থানীয় মাস্তানদের দিয়ে ধাওয়া ও হামলার অভিযোগ করেছেন শ্রমিকেরা। আজকের পত্রিকা

উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১০৯ নম্বর বাসার সামনে গতকাল শনিবার বিকেল থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত  টানা অবস্থান করেছেন শ্রমিকেরা। গাজীপুর সদরদের চক্রবর্তী এলাকার টিএম কম্পোজিট নীট লি. নামক গার্মেন্টসের মালিক টুটুলের বাসায় তাঁরা এই অবস্থান নেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, তাঁরা এক মাস ওই গার্মেন্টসে কাজ করেছেন। কিন্তু গত ১৪ এপ্রিল তাঁদের ৬০/৭০ জন শ্রমিককে বেতন ও ঈদ বোনাস না দিয়ে বের করে দেওয়া হয়েছে। পরে তাঁরা গতকাল শনিবার গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। কিন্তু মালিককে না পেয়ে খোঁজখবর নিয়ে উত্তরা ১৪ নম্বর সেক্টরের মালিকের বাসার সামনে বিকেল থেকে অবস্থান করেন। পরে রাত ১১টার দিকে গার্মেন্টসের মালিক তাঁদেরকে স্থানীয় সন্ত্রাসী দিয়ে ধাওয়া করেন। এ সময় শিল্পী নামে তাঁদের একজন গর্ভবতী শ্রমিকের ওপর হামলা চালানো হয়। পরে তাঁরা ওই এলাকার আশপাশের রাস্তায় অবস্থান নেন।

শ্রমিকেরা আরও জানানা, রোজা রেখেই বেতনের আশায় অবস্থান নিয়েছিলেন তাঁরা। রাতে রাস্তার মধ্যেই সাহরি করেছেন। পরে আবার সকাল থেকে মালিকের বাসার সামনে অবস্থান করেন। তখন খবর পেয়ে পুলিশ আসে।

ওই গার্মেন্টসের আব্দুল ছালাম হাওলাদার নামের একজন অপারেটর বলেন, ‘মার্চ মাসের ১৪ তারিখে আমরা ওই গার্মেন্টসে ঢুকেছিলাম। সেখানে আমরা ৩০০ জন শ্রমিক কর্মরত ছিলাম। পরে বেতন ভাতা, ঈদ বোনাস না দিয়ে এপ্রিল মাসের ১৪ তারিখে আমাদের ৭০ জনকে বের করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এপ্রিল মাসের ১৬ তারিখে আমাদের গার্মেন্টসের শ্রমিকদের বেতন দিয়েছে। কিন্তু তার আগের দিন আমাদেরকে ছাটাই করে দিয়েছে। তখন মালিক বলেছিল-‘‘তোমরা কালকে আইসো, বেতন দিয়ে দিব।’’ কিন্তু পরে গেলে আর বেতন দেয় নাই। গেটের ভেতরেই ঢুকতে দেয় নাই। কিন্তু যারা ভেতরে কাজ করছে, তারা বেতন পাইছে। আমরা আর বেতন পাই নাই। ওই দিন বলছে এপ্রিল মাসের ২৮ তারিখে বেতন ভাতা শোধ করে দিবে। কিন্তু এখন পর্যন্ত বেতন দেয় নাই।’

আন্দোলনরত শ্রমিকেরা আরো জানান, তারা শনিবার সকাল ১০টা গার্মেন্টসের সামনে আন্দোলন শুরু করেন। কিন্তু গার্মেন্টসের মালিককে না পেয়ে তাঁর বাসার ঠিকানা সংগ্রহ করেন। পরে বিকেল থেকে বাসার সামনে এসে টানা ২৪ ঘণ্টা অবস্থান করেন। কিন্তু বেতন ভাতার পরবর্তীতে হামলার স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। 

ওই গার্মেন্টসের সিনিয়র অপারেটর সাথী বলেন, ‘আমরা বেতন ভাতার জন্য যাওয়ার পর রাতের আঁধারে আমাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে। আমাদেরকে ওপর হামলা চালানো হয়েছে। প্রথমে বেতন না দিয়ে আমাকে বলেছে, বেতন দিয়েছে। কিন্তু পরে আবার তারাই বলছে, যে আমি চাকরি করছি তার ফিঙ্গারই হয় নাই। আমাকে কিসের বেতন দিবে।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি চাকরি করছি। ফিঙ্গার দিছি। কিন্তু মালিক কি করছে না করছে, এখন আমি কীভাবে বলব। তারা কারসাজি করে এখন বলছে, কোনো কাজ করি নাই।’

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) বুরজাহান বলেন, ‘সকাল ১১টার দিকে ওসি স্যার আমাকে বলেছেন, সেখানে ঝামেলা হচ্ছে। পরে আমি সেখানে যাই, গিয়ে ২০/২৫ জন শ্রমিক পাই। তাঁরা গাজীপুরের টিএম কম্পোজিট নীট লি. গার্মেন্টসের ছাঁটাইকৃত শ্রমিক। পরে গার্মেন্টসের মালিক সবাইকে দুই হাজার টাকা করে দিয়েছেন। বাকি টাকা আগামী ১৪ মে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পরে শ্রমিকেরা চলে গেছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়