শিরোনাম
◈ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি মাশরাফির: গুজব নাকি সত্য? ◈ যৌথ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক  ◈ রিজভীর বক্তব্যের নিন্দায় জামায়াত, প্রতিবাদে যা জানালো (ভিডিও) ◈ জামায়াত রগকাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি : রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ ৩ দাবি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ ◈ শুনতে পাচ্ছি, হাসিনাকে ফেরত দেবে না ভারত : মাহফুজ আলম (ভিডিও) ◈ দেশের বাজারে আবারও কমল সোনার দাম, কাল থেকে কার্যকর ◈ আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা: অতিরিক্ত পুলিশ সুপার সানজিদাকে সাময়িক বরখাস্ত ◈ বিএনপি-জামায়াতের দোষারোপের রাজনীতি ◈ শাহজালাল বিমানবন্দর : থার্ড টার্মিনাল প্রকল্পে ৪০০০ কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানে দুদক 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস

খুররম জামান: [২] বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এ কথা বলেন।

[৩] তিনি বলেন, ভারত ব্রাজিল থেকে প্রচুর ইথানল কেনে। কোভিডের পর ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্থির হয়ে পড়েছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই তেলের বিকল্প হিসেবে ইথানল ব্যবহার সস্তা হবে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে।

[৩.১] রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের জীবন্ত গরু ও মাংসখাতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে।

[৪] ফেরেস বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী জুনে ব্রাজিল সফরের কথা রয়েছে। যদি তিনি ব্রাজিল যান তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি তা হয়ত স্বাক্ষর হতে পারে। বর্তমানে অনেক বাংলাদেশি ব্রাজিলে বসবাস করে।

[৫] রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের একটি বড় বাজার হতে পারে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিশেষ করে বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিশাল সুযোগ রয়েছে। পাওলো ফার্নান্দো দুই দেশের মধ্যে জনগণ থেকে জনগণ এবং ব্যবসায়ী থেকে ব্যবসায়ী যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।

[৬] ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নুরুল ইসলাম হাসিব এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্য দেন।

কেজে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়