বাবুল খাঁন, বান্দরবান: [২] বান্দরবানে সম্প্রতি কুকি-চিনের সশস্ত্র সংগঠন রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং ম্যানেজারকে অপহরণের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
[৩] বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (রাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
[৪] এসময় তিনি আরও বলেন, তাদের আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে। তারা ইচ্ছে করলে শান্তি কমিটির সঙ্গে আবারও আলোচনায় বসতে পারবে। জেলা প্রশাসক বা পুলিশ সুপারের মাধ্যমেও বসে আলাপ-আলোচনার সুযোগ রয়েছে। আত্মসর্মপণ করলে কুকি-চিনদের পুনর্বাসন করা হবে।
[৫] এসময় অতিরিক্ত মহাপরিচালক (র্যাব অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দফতর কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :