শিরোনাম
◈ নয়াদিল্লির আদলে ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের ◈ ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন ◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ ◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৬ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইডেনের স্টকহোমে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  

ভূঁইয়া আশিক রহমান: [২] সুইডেনের রাজধানী স্টকহোমে দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন  করা হয়। স্টকহোম সিটি কাউন্সিলের মেয়র, অন্য প্রভাবশালী রাজনীতিবিদদের সমন্বয়ে সুইডেন বাংলাদেশ কমিনিটির সহযোগিতায়। ২০২৫ সালে আরও বড় পরিসরে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের আশ্বাস দিয়েছেন সিটি কাউন্সিলের পক্ষ থেকে। স্টকহোমে স্থায়ী শহীদ মিনার নির্মাণেরও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

[৩] ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহিদদের স্মরণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’  গানটি শিল্পী নাফিজ মালিকের সঙ্গে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। 

[৪] স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অ্যান্ডার্স ওস্টারবারি ডেপুটি মেয়র, ডেপুটি গ্রুপ লিডার ফাইন্যান্সিয়াল সিটিজেন কাউন্সিল, সাবেক সদস্য, বৈদেশিক বিষয়ক কমিটি সুইডিশ সংসদ। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সুইডেনের  সাবেক শিক্ষামন্ত্রী আনা একস্ট্রোম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও আইসিটি উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। সুইডিশ পার্লামেন্ট এমপি মিরিয়া রায়হে, মাথিয়াস ব্যাসপে এমপি। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শাহ মো. আশরাফুল আলম মোহন। এছাড়া  উপস্থিত ছিলেন ইয়ান ভ্যালেস্কোগ, সভাপতি সিটি প্ল্যানিং অ্যান্ড স্পোর্টস কাউন্সিল, স্টকহোম সিটি। 

[৫] বাঙালি কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ড . ফরহাদ আলী খান, মনজুরুল হাসান মঞ্জু,  শাহ আলম চৌধুরী, জেসমিন সৈয়দা, যুবায়দুল হক সবুজ, ড . নাওয়াজ হোসেন অরূপ। বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন ও বিশ্বের ভাষার মর্যাদা নিশ্চিতে একযোগে কাজ করার আহ্বান জানান। স্টকহোমে স্থায়ী শহীদ মিনারের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়। সুইডিশ নেতৃবৃন্দ স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন।

[৬] আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্টোকহোম সিটি হলে বাংলাদেশি কমিনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, বীর মুক্তিযুদ্ধা আব্দুল হান্নান, কামরুল হাসান, সিরাজ বেপারী, শ্যামল দত্ত , মোর্শেদ বাপ্পি, ডাক্তার শুভ রক্ষিত, আনিস হাসান তপন, খান সালেহ, মাসুদ রানা, আব্দুল্লাহ আল মাসুম, আশিকুর রাজি, আরিফ হোসেন সুমন, মুক্তাদির বাবু, অন্তরা, বখতিয়ার, চৈতি, সাদমান সাকিবসহ আরও অনেকে। 
 
[৭] অনুষ্ঠান উপস্থাপনা করেন স্টকহোম সিটি প্ল্যানিং কমিটির সদস্য ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ড. হুমায়ূন কবীর।

[৮] সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড ফরহাদ আলী খান সুইডেন আওয়ামীলীগের পক্ষ থেকে সুইডিশ নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সুইডেন যুবলীগের আহ্বায়ক যুবায়দুল হক সবুজ কর্তৃক প্রকাশিত সুইডিশ ভাষায় অনুবাদিত, ‘জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ বইটি উপহার হিসেবে অতিথিদের হাতে তুলে দেন। শেষে স্টোকহোম সিটি কাউন্সিল ও আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথিদের আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন আন্ডার্স অস্ট্রেবেরি, ড: ফরহাদ আলী খান, মঞ্জুরুল হাসান,  ড: কবীর ও যুবায়দুল হক সবুজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়