আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: [২] জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
[৩] নিহত ফখরুল ইসলাম (৩০) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের আজির উদ্দিনের ছেলে।
[৪] জানা যায়, সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে দুই বছর ধরে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
[৫] নিহত ফখরুল ইসলামের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :