শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ ◈ অনুশীলন বর্জন তাসকিনদের, জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৩, ১০:৫২ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৩, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে দুবাইয়ে আটকা পরা যাত্রীদের ক্ষোভ

শহীদুল ইসলাম: [২] রোববার (৮ অক্টোবর) বিমান বাংলাদেশের ঢাকাগামী বিজি-৩৪৮ এয়ারলাইন্স ২৫১ জন যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বিকল হয়ে ১৪ ঘণ্টা আটকে থাকায় বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেছে বিমানের যাত্রীরা।

[৩] বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রা করা সম্ভব হয়নি।

[৪] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা জানান, কিছু যাত্রীর ভিসার মেয়াদ না থাকায় এবং ভিসার ধরন এক এক ধরনের হওয়াতে যাত্রীদের হোটেলের ব্যবস্থা করা সম্ভব হয়নি। কয়েকজন যাত্রীর ভ্রমণ ভিসায় থাকায় এ জটিলতা দেখা দিয়েছে। তবে আটকে থাকা যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি বিমানের ঢাকা অফিসকেও জানানো হয়েছে।

[৫] বিমানের দুবাই স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমানের একটি ফ্লাইট শারজাহ থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা রয়েছে। ওই ফ্লাইটে করে বিকল বিমানটির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হবে। সমস্যা সমাধান হলে স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে বিমানটি দেশের উদ্দেশে রওনা হবে। 

[৬] এদিকে বিমানের যাত্রিরা জানান, আমাদের জন্য কোন খাবার বা হোটেলের ব্যবস্থা করা হয়নি। কেউই কিছু জানাতে পারছে না। সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়