শিরোনাম
◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের মসজিদে গেলেই মিলছে কাপড় ও আতর

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: [২] সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের পুরোনো একটি মসজিদে মুসল্লিদের স্বাগত জানানো হচ্ছে কাপড় ও সুগন্ধী দিয়ে। এছাড়াও মসজিদের বর্ধিত অংশে পাখিপ্রেমীদের জন্য রয়েছে বিশাল স্থান, যেখানে রয়েছে বিপুলসংখ্যক নানান জাতের পাখি। 

[৩] মসজিদটির নাম আমর বিন আল-জামুহ। প্রথম দেখায় মসজিদটিকে বেশ নতুন মনে হবে। কিন্তু এটি ৪০ বছরের পুরোনো এবং একাধিকবার মসজিদটিকে সংস্কার করা হয়েছে।

[৪] মসজিদটিতে আগত মুসল্লিদের কাপড় ও সুগন্ধী দিচ্ছে কারণ অনেক সময় অনেক মুসল্লি ঘর্মাক্ত অবস্থায় মসজিদে আসেন। তাদের যেন নামাজ পড়তে অস্বস্তি না হয়, তাই তাদের কাপড় দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে। এসব কাপড় সব সময়ই পরিষ্কার রাখা হয় এবং জীবাণুমুক্ত রাখা হয়। এটি মসজিদ পরিষ্কার রাখারও মতন একটি অংশ হিসেবে করে থাকে মসজিদ কর্তৃপক্ষ।

[৫] কেবল কাপড়ই নয়, মসজিদটিতে ধূপও জ্বালানো হয়। পাশাপাশি নামাজিদের আতরও দেওয়া হয়। পূর্ব মসজিদটির অজু করার জায়গা ও টয়লেট একই জায়গায় ছিল,পরবর্তীতে সেটি আলাদা করা হয়।

[৬] মসজিদের বর্ধিত অংশে পাখিদের জন্য একটি উন্মুক্ত স্থান রয়েছে, পূর্বে জায়গাটি অব্যবহৃত ছিল, পরে সেটি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত করা হয়। মুসল্লিদের পাখি দেখার বিষয়টি নিশ্চিত করতে মসজিদের বড় বড় বেশ কয়েকটি জানালা করা হয়েছে। এর ফলে মসজিদের ভেতর থেকে বাহিরের একটি দারুণ পরিবেশের সৃষ্টি হয়ে থাকে। সম্পাদনা: ইস্রাফিল ফকির


প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়