সঞ্চয় বিশ্বাস: [২] অবৈধভাবে অবস্থান ও রেসিডেন্ট পারমিটের অপব্যবহারের অভিযোগে মোট ৪২৫ জন অভিবাসীকে আটক করেছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা। সূত্র: চ্যানেল ২৪
[৩] শনিবার মালয়েশিয়ার সিনার ডেইলি পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
[৪] কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহসিন বলেছেন, চেরাস এলাকায় বিদেশিদের সংখ্যা অনেক বেশি। তারা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দুই সপ্তাহ ধরে ওই এলাকায় তদন্ত এবং নজরদারি চালানো হয়। অভিযোগের সত্যতা মেলায় শুক্রবার গভীর রাতে চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট
[৫] আটকদের মধ্যে ৩৭১ জন পুরুষ, ৫৩ জন নারী এবং একজন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জন ইন্দোনেশিয়ান ও ১০৮ জন মায়ানমারের নাগরিক। আরও রয়েছেন ২ জন ফিলিপিনো, ৭ জন পাকিস্তানি, ৬ জন কম্বোডিয়ান এবং ২০ জন নেপালি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এসবি২/এসবি
আপনার মতামত লিখুন :