আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: বাংলাদেশে দুই হজ এজেন্সি মালিককে ৯ লাখ সৌদি রিয়ালসহ সৌদিআরবের জেদ্দায় গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মাহমুদুর রহমান ও আহসানিয়া হজ এজেন্সির ব্যবস্থাপক সাদ-বিন-মাহমুদ।
ওই দুই এজেন্সি একদিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে, তাতে সন্দেহ হয় সৌদি কর্তৃপক্ষের। তাই দু’জনকে আটক করে সৌদি সেন্ট্রাল পুলিশ।
হজ অফিসের পরিচালক জানান, এজেন্সির মালিক সমস্যায় আছেন, তাদের প্রতিনিধিও সমস্যায় আছেন। তবে কারো হজযাত্রা যাতে বিঘ্নিত না হয়, সে জন্য ১০ দিন পিছিয়ে দিয়ে বাংলাদেশ বিমানকে টিকিট করার অনুরোধ করা হয়েছে। এর মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে পরিচালক আশা করছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
প্রতিনিধি/এসবি/এসবি২
আপনার মতামত লিখুন :