আনিসুল হক, ভিয়েনা (অস্ট্রিয়া): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
এক বিবৃতিতে তারা বলেন, ‘গত ১৯ মে রাজশাহীতে জনসমাবেশে বিএনপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তৃতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর আহ্বান জানান। তার এই বক্তব্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি। এই হুমকির আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তারা আরও বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।’
আপনার মতামত লিখুন :