শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৩ মে, ২০২৩, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৩, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ

জুবায়ের আহমদ, লন্ডন: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস কোথা থেকে পায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ্য করার জন্য বিএনপি, জামায়াত চক্র নানান ষড়যন্ত্র করছে।

বক্তারা বিএনপি জামায়াত জোটের উদ্দেশ্যে আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে এই বিএনপি জামায়াত চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলো। বিএনপি ও জামায়াত চক্র প্রধানমন্ত্রীকে হত্যার হুমিক দিয়ে ক্ষমতায় আসতে চায়। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্ততা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আলহাজ্ব নুরুল হক লালা মিয়া প্রমুখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়