স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের সাবেক পেসার জিএম নওশের প্রিন্সকে ক্রিকেট কমিটির সদস্য করেছে ইউএসএ ক্রিকেট বোর্ড। নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত নওশের প্রিন্স ধন্যবাদ জানিয়েছেন ইউএসএ ক্রিকেটকে।
বুধবার নিজের ফেসবুক আইডিতে ইউএসএ ক্রিকেট বোর্ডের প্রেরিত মেইলটির স্ক্রিনশট শেয়ার করেন জিএম নওশের। ক্যাপশনে তিনি লিখেছেন, নিয়োগ পেয়ে বিনীত আমি। - কালেরকণ্ঠ
আমার ওপর বিশ্বাস রাখার জন্য ইউএএস ক্রিকেটকে ধন্যবাদ। আমি আপনাদের ও আপনাদের সংগঠনকে হতাশ করবো না। ক্রিকেট খেলাটির প্রতিটির স্তরে উন্নতি সাধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই দেশে বছরের পর বছর, বিশেষ করে গত দুই বছর ধরে যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সম্পাদনা: এল আর বাদল
আপনার মতামত লিখুন :