শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী শফি উদ্দিনের

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শফি উদ্দিন (৩৬) নামে এক প্রবাসী। এ মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আহাজারি আর কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা। নিহত শফি উদ্দিন উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১৫ বছর আগে তিনি সৌদি আরবে গমন করেন। সেখানে একটি তেলবাহী লড়ি চালাতেন তিনি।

বড় ভাই শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই। গত বুধবার রাতে সৌদি আরবের জেদ্দার আল-বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লড়ি দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শফি উদ্দিনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এক বছর আগে বাবা দেশে এসেছিলো, আমাদের ভালো রাখতে বাবা আবারও বিদেশে গেলো, অথচ আজ তাকে কফিনে করে ফিরিয়ে আনতে হবে। নিহতের বাড়িতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। অনেকেই চোখের জল মুছতে মুছতে বলছেন, শফি খুবই ভালো মানুষ ছিলো। এমন মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। শফি উদ্দিনের স্বপ্ন ছিলো দেশে ফিরে সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলা ও ছোট একটা ব্যবসা শুরু করা। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই কফিন বন্দি হলো।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শফি উদ্দিন অনেক ভালো ছেলে ছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়