শিরোনাম
◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের ◈ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি: এনসিপি ◈ ইউনিভার্সিটি স্কয়ারে আবারো স্থাপিত হবে যুদ্ধ বিমান ◈ ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৩:০৬ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুলস্তা যাচাই করে ভিসা দিচ্ছে ইতালি

ইতালিতে কাজের অনুমতি (নুলস্তা) যাচাই করে ভিসা দিচ্ছে দেশটি। যারা ২০২৪ সালের ১১ অক্টোবরের আগে নুলস্তাসহ ভিসা আবেদন করেছেন এবং যাদের এখনও কোনো তথ্য আসেনি, তাদের আবেদন বহাল রয়েছে। বুধবার (১৯ মার্চ) এ তথ্য পররাষ্ট্রসচিব মো জসীম উদ্দিনকে জানান ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে অভিবাসি শ্রমিকদের ভিসা জমে থাকা আবেদনগুলো নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রসচিব। ভিসার আশায় থাকা অভিবাসি প্রত্যাশীদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা বাতিল হওয়ার কারণে আবেদনকারি ও তাদের পরিবার বড় অর্থনৈতিক, সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছেন। ফলে দ্রুত সময়ের মধ্যে তা সমাধানে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন পররাষ্ট্রসচিব।

এ সময় রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবকে জানান, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন আইন করেছে। ফলে ২০২৪ সালের ২২ অক্টোবরের আগে বাংলাদেশিদের অনুকূলে দেয়া নুলস্তাগুলো বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। ফলে আইন হওয়ার আগে যারা ভিসা আবেদন জমা দিয়েছেন, তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে দূতাবাস। তবে তাদের আবেদন এখনও বহাল রয়েছে যতক্ষণ না নুলস্তা বাতিল না হয়।

রাষ্ট্রদূত জানান, ইতালির প্রদেশিক অভিবাসন কর্তৃপক্ষ একান্তভাবেই নুলস্তার যাচাই করে থাকে। এ কর্তৃপক্ষই যাচাই করে জানিয়ে দেয় কারও নুলস্তা সঠিক নাকি বাতিল করা হয়েছে। ফলে যাচাইয়ের অপেক্ষায় থাকা নুলস্তা সঠিক না বাতিল, এ প্রক্রিয়ায় দূতাবাসের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন যে আইন করেছে, তার ফলে নুলস্তার মেয়াদও স্থগিত হয়। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়