শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:৪২ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ক্রিকেটার সেজে তারা দেশটিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। মালয়েশিয়ায় যে টুর্নামেন্টে অংশ নেয়ার কথা তারা জানিয়েছিলেন, জানা গেছে আদপে সেরকম কোনো টুর্নামেন্টের অস্তিত্বই নেই। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে যে ১৭ মার্চ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ জনকে দেশে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।  

এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, ওই ব্যক্তিরা ক্রিকেট খেলোয়াড়দের ইউনিফর্ম পরে ছিলেন। একটি টুর্নামেন্টের আয়োজক সংস্থার চিঠি দেখিয়ে তারা একেপিএসের সদস্যদের চোখ ফাঁকি দেয়ার চেষ্টা করেছিলেন। মালয়েশিয়ার সংবাদ আউটলেট দ্য স্টার অনুসারে, তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন  তারা যে চিঠিটি পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে পেশ করেছিলেন তা ভুয়া  ছিল। 

চিঠিতে বলা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তবে ওই সময়ে ক্রিকেটের কোনো আয়োজনের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ওই বাংলাদেশিরা একজনকে ‘স্পনসর’ হিসেবে দেখিয়েছিলেন। তবে তিনি বলেছেন, ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে তিনি কিছু জানেন না।একেপিএস জানিয়েছে, 'এটি হতে পারে যে, বাংলাদেশিদের ওই গ্রুপটি একটি সিন্ডিকেটের অংশ এবং তাদের উদ্দেশে  'নট টু ল্যান্ড' আদেশ জারি করা হয়েছিল। একেপিএস হুঁশিয়ারি দিয়েছে যে, অবৈধ কর্মসংস্থান বা মানব পাচারের জন্য স্পোর্টস ভিসার অপব্যবহারকারী কোনও ব্যক্তি বা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়