শিরোনাম
◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির কাজের ভিসা নিয়ে যা বলল দূতাবাস

ইতালির কাজের ভিসা (ওয়ার্ক ভিসা) আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত করা হয়েছে। ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র নেওয়া হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার ইতালির দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দূতাবাস ১৭ অক্টোবরের পূর্ববর্তী বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করছে যে, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুসারে, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যু করা সব ‘নুল্লা ওস্তা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  

আইন ডিক্রি ১৪৫ এর বিধান অনুযায়ী, ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ এই ‘নুল্লা ওস্তাগুলোর’ পুনর্মূল্যায়ন করবে।  

সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে ‘নুল্লা ওস্তা’ পুনর্মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস ওই ‘নুল্লা ওস্তা’ ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে।  ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কয়েকশ ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত, ঢাকায় কাজের ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। আগ্রহীদের কাজের ভিসা আবেদন পুনরায় চালুর বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাসের সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

গত ২২ অক্টোবরের পর ইস্যু করা ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিলে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।  এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়