ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির যুক্তরাষ্ট্র শাখার কিছু নেতা আমেরিকায় মোদীকে স্বাগত জানিয়ে ‘ওয়েলকাম নরেন্দ্র মোদী’ লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। এ সংক্রান্ত একটি ভিডিও আওয়ামী ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে, যেখানে ব্যানারটি স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা 'মোদিজী' 'মোদিজী' মাতম করছে।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
বিশেষত, আওয়ামী লীগ ও বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ কি এখন বিজেপির ‘সিস্টার কনসার্ন’ হয়ে উঠেছে?
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, এমন পদক্ষেপ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করবে।
এই দুরবস্থায়,খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ? প্রেস সচিব শফিকুল আলম এই পোস্টটি শেয়ার করেছেন। লিখেছেন অর্ক ভাদুড়ি।
আপনার মতামত লিখুন :