কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মনকিচর এলাকার আবু ছালেক (২৩) আফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে ।
বুধবার রাত ৮টা ৪০ মিনিটের সময় মোজাম্বিকের সিমুই শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন আবু ছালেক।আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সিমুই সেন্ট্রাল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত আবু ছালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার জাকের আহমদ সিকদারের ছেলে। রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী আবু ছালেক জীবিকার তাগিদে মোজাম্বিকে পাড়ি দেন।
সন্ত্রাসীর গুলিতে আবু ছালেক নিহত হওয়ার খবর এলাকায় ও পরিবারের সদস্যদের মাঝে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পরিবারের পক্ষ থেকে নিহতের লাশ দেশে আনার আকুতি জানালে ও সেটার ব্যাপারে এখন সিদ্ধান্ত জানা যায়নি । উল্লেখ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকশ ব্যবসায়ী রয়েছে আফ্রিকার মোজাম্বিকে। বিগত কিছুদিন আগে সন্ত্রাসীদের দ্বারা লুঠপাটের শিকার হয়ে কয়েকশত কোটি টাকার ক্ষতির মুখে পড়ে বলে মোজাম্বিকে অবস্থানরত ব্যবসায়ীরা জানান।
আপনার মতামত লিখুন :