শিরোনাম
◈ শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কাঁদিয়ে চিটাগং কিংস ফাইনালে ◈ শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজে বহিরাগতদের হামলায় ৫০ শিক্ষার্থী আহত ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজকের সঙ্গে বিএনপিনেতাদের সাক্ষাৎ ◈ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাহবুবউল আলম হানিফের বাড়ি ◈ আহত সারজিস আলম ◈ ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান, আজ হচ্ছে 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ ◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০২:১১ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া প্রবাসীরা যেভাবে এনআইডির জন্য আবেদন করবেন 

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য আগামী ১৬ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং স্মার্ট কার্ড সেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। হাইকমিশনে সরাসরি উপস্থিত হয়ে এই সেবা নেওয়া যাবে।

এক বিজ্ঞপ্তি প্রকাশ করে হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের হাইকমিশন থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ডের কার্যক্রম ও সেবা দেওয়া হবে। আগামী ১৬ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ডের জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণসহ সব কার্যক্রম বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পরিচালিত হবে।

কুয়ালালামপুরে ৫বি এবং ৫সি (লট নং ৯ ও ১০), জালান সুলতান ইয়াহিয়া পেত্রা, ৫৪১০০ ঠিকানায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি এসব সেবা নিতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

এনআইডি নিবন্ধন ও স্মার্ট কার্ড পেতে প্রবাসী বাংলাদেশিদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে, বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইট services.nidw.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী নাগরিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পরবর্তী সময়ে ওই মোবাইল নম্বরে ওটিপি এবং এনআইডি সম্পর্কিত প্রয়োজনীয় এসএমএস যাবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে আবেদনকারী তার সব তথ্য দিয়ে ফরম ডাউনলোড করবেন। এরপর ডাউনলোড করা ফরমসহ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নাগরিকের প্রয়োজনীয় দলিলাদি/কাগজপত্র সঙ্গে রাখতে হবে। তার মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট। পিতামাতার এনআইডি/মৃত্যু নিবন্ধন বা সনদ, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)। এছাড়া সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি (বিবাহিতদের), নাগরিক সনদ (মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/সিইও ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে) সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে ফি হিসেবে ৭৫ রিঙ্গিত (হিসাব নং-৫৬৪৪২৭৫৬০৮৭৮) জমাদানের স্লিপ জমা দিতে হবে।

সব প্রক্রিয়া শেষে নিবন্ধিত ব্যক্তি এনআইডি অনলাইন অ্যাকাউন্টে লগইন করে এনআইডি কার্ড ডাউনলোড এবং মুদ্রণ করে ব্যবহার করতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশনের টেলিফোন নম্বর: ৬০৩-২৬০৪০৯৪৬ / ৪৮ / ৪৯ এবং ই-মেইল: mission.kualalumpur@mofa.gov.bd -এ যোগাযোগ করতে বলা হয়েছে। উৎস: ঢাকা ট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়