শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ০২:৩০ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বছরের শুরুতেই মালয়েশিয়ায় আটক শতাধিক বাংলাদেশি

মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হতেই অবৈধ অভিবাসী ধরতে অভিযান শুরু হয়েছে। অভিযানে নতুন বছরের প্রথমদিনই দেশটির জোহর ও সেলাঙ্গর রাজ্যে বাংলাদেশিসহ ১৮৫ বিদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। বুধবার (১ ডিসেম্বর) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হয়। এর মধ্যদিয়ে শেষ হয় সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সুযোগ। এরপরই শুরু হয় অভিযান। 

 অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১ জানুয়ারি) ভোরে দেশটির জোহর রাজ্যের মাসাইয়ের নির্মাণ সাইট এলাকা থেকে মোট ১০৫ জন বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে ৬৪ জন বাংলাদেশি। এছাড়া ইন্দোনেশিয়ান, মিয়ানমার, পাকিস্তানি নাগরিক রয়েছে।তাদের কারো নাম-পরিচয় জানানো হয়নি। 
 
একইদিন সন্ধ্যা ৬টায় দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরি কেম্বাঙ্গান এলাকা থেকে ১৮০ জনকে আটক করে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৮০ জনকে আটক করা হয়। এর বাংলাদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে।
 
 এছাড়া আটক হওয়াদের মধ্যে মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইয়েমেন, ভারত, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছে। তাদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধি ভঙ্গের অভিযোগে তদন্তের জন্য স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
 
অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ায় অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কোনো অবৈধ অভিবাসীকে কাজে নিয়োগ দিলে অথবা আশ্রয় দিলে সেসব নিয়োগকর্তা ও ভবন মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়