শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানদের বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার সি-বিচে বাংলাদেশি দম্পতির মৃত্যু

সন্তানদের বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সময় আনুমানিক বেলা ২টায় অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল নামক সি-বিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন–খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুজনে স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়াপ্রবাসী শাফায়েত হোসেনের বরাতে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসী শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে অন্য ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রেসৈকতে ঘুরতে যান। এ সময় তাদের ১০ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে সমুদ্রে নেমে ভাটার টানে ভেসে যাচ্ছিল। তাৎক্ষণিক সন্তানদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তারা। সন্তানদের বাঁচাতে পারলেও তারা দুজন জোয়ারে ভেসে যান। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে তাদের অকাল মৃত্যুতে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

সন্তানদের বাঁচাতে গিয়ে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সময় আনুমানিক বেলা ২টায় অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল নামক সি-বিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন–খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুজনে স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

স্বপনের সহপাঠী অস্ট্রেলিয়াপ্রবাসী শাফায়েত হোসেনের বরাতে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসী শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে অন্য ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রেসৈকতে ঘুরতে যান। এ সময় তাদের ১০ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে সমুদ্রে নেমে ভাটার টানে ভেসে যাচ্ছিল। তাৎক্ষণিক সন্তানদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তারা। সন্তানদের বাঁচাতে পারলেও তারা দুজন জোয়ারে ভেসে যান। পরে স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে তাদের অকাল মৃত্যুতে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সূত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়