শিরোনাম
◈ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের জয়, আবারও রোনালদোর গোল ◈ আ.লীগের ৪৫ হাজার নেতাকর্মী ভারতে, নেপথ্যে তৃণমূল-বিজেপির রাজনীতি! ◈ অক্সিলারি ফোর্স : বেতনহীন ‘ক্ষমতাবান' ◈ পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩ ◈ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার ◈ যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানিরা! ◈ আমাদের মনে রাখতে হবে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ ◈ আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে নিষিদ্ধ চেয়ে  আইসিসিকে হিউম্যান রাইটসের চিঠি ◈ বিসিবির প্রতিশ্রুত পুরস্কারের অর্থ পেলেন যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা  ◈ পাকিস্তানের কাউকে ফাইনালের মঞ্চে না ডাকার ব্যাখ্যা দিলো আইসিসির প্রতিনিধি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৪০ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার’ বাংলাদেশি গাজী ইউশা

অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অসাধারণ ফলাফল অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী গাজী মো. ওয়াসি উল হক ইউশা। মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ বছর তাসমানিয়া সরকারের ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৪’ এওয়ার্ডের গৌরব অর্জন করেছেন।

তাসমানিয়ার অন্যতম বিলাসবহুল হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্কিলস অ্যান্ড ট্রেনিং মন্ত্রী ফেলিক্স এলিস এমপি গাজী ইউশার হাতে এ সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসমানিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপকবৃন্দ, পার্লামেন্ট অফিসার, এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা।

এ সাফল্যের মুহূর্তে গাজী ইউশার পাশে ছিলেন তার গর্বিত পিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব গাজী মো. ওয়ালি উল হক এবং তার মা বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. যাকিয়া সুমি সেতু। তারা তাসমানিয়ার সম্মানিত অতিথিদের কাছ থেকে উষ্ণ প্রশংসা কুড়িয়েছেন।

ইউশার ছোট বোন, যিনি একই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত, পরিবারটির এই গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখছেন। 

উল্লেখ্য, ভাই-বোন দুজনই অস্ট্রেলিয়া সরকারের স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন, যা তাদের প্রতিভার আরেকটি উল্লেখযোগ্য স্বীকৃতি এবং এই অনুষ্ঠানে ইউশা স্টুডেন্ট অ্যাম্বাসেডর এওয়ার্ডও লাভ করেন। 

১৮ ডিসেম্বর তাসমানিয়া ইউনিভার্সিটির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তাসমানিয়ার গভর্নর মহামান্য বারবারা বেকারের উপস্থিতিতে ইউশা ‘রোল অব এক্সসেলেন্স’ এওয়ার্ড অর্জন করেন।

গাজী ইউশা এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়