শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও)

নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। কাজটি করতে তিনি ২ ঘণ্টা ৩৮ মিনিট আকাশে কাটিয়েছেন।

শনিবার রাত ১১টা ১৬ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন ফাহিম। এরপর তিনি রাত ১টা ৫৪ মিনিটে প্লেনটি অবতরণ করেন।

ফাহিমের আকাশে আঁকা বাংলাদেশের মানচিত্রটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা অর্জন করেন।

সেসনা-১৭২ ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে তিনি এই উড্ডয়ন পরিচালনা করেন এবং তার বন্ধু আসাদ আবদুল্লাহ তাকে পুরো সময় সহযোগিতা করেন।

ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

ফাহিম চৌধুরী গণমাধ্যমে জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ কাজ করার জন্যই এই ম্যাপটি তৈরি করেছি। আমি যখন ফ্লাইট রাডারের মাধ্যমে বিমানের রুট দেখে অনেক সৃজনশীল ম্যাপ তৈরির কাজ দেখেছি, তখন আমি অনুপ্রাণিত হয়েছি। আমাদের দেশের ইতিহাস অনেক সংগ্রামী, তাই এ ম্যাপটি তৈরি করতে গিয়ে আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চেয়েছি। এই কাজটি আমার দেশের প্রতি ভালোবাসার এবং শ্রদ্ধার এক প্রতীক হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়