শিরোনাম
◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার ◈ আসাদের বিবৃতি, সিরিয়া ছেড়ে যেতে চাইনি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও)

নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। কাজটি করতে তিনি ২ ঘণ্টা ৩৮ মিনিট আকাশে কাটিয়েছেন।

শনিবার রাত ১১টা ১৬ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন ফাহিম। এরপর তিনি রাত ১টা ৫৪ মিনিটে প্লেনটি অবতরণ করেন।

ফাহিমের আকাশে আঁকা বাংলাদেশের মানচিত্রটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা অর্জন করেন।

সেসনা-১৭২ ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে তিনি এই উড্ডয়ন পরিচালনা করেন এবং তার বন্ধু আসাদ আবদুল্লাহ তাকে পুরো সময় সহযোগিতা করেন।

ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

ফাহিম চৌধুরী গণমাধ্যমে জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ কাজ করার জন্যই এই ম্যাপটি তৈরি করেছি। আমি যখন ফ্লাইট রাডারের মাধ্যমে বিমানের রুট দেখে অনেক সৃজনশীল ম্যাপ তৈরির কাজ দেখেছি, তখন আমি অনুপ্রাণিত হয়েছি। আমাদের দেশের ইতিহাস অনেক সংগ্রামী, তাই এ ম্যাপটি তৈরি করতে গিয়ে আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চেয়েছি। এই কাজটি আমার দেশের প্রতি ভালোবাসার এবং শ্রদ্ধার এক প্রতীক হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়