শিরোনাম
◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৬ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে ভিসা ফি বৃ‌দ্ধি, ব্রিটিশ বাংলাদেশি ক‌মিউনিটি‌তে তীব্র প্রতিক্রিয়া

ব্রিটেনে বিদেশি পাস‌পোর্টধারী‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের জন্য ভিসা ফি মাত্র এক দি‌নের নো‌টি‌শে ৪৬ ইউরো থেকে বাড়িয়ে৭০ ইউরো করা হয়েছে। ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্যই একই নিয়ম প্রযোজ্য। এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রিটেনের বাংলাদেশি ক‌মিউনিটি‌তে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ব্রিটে‌নে ক‌য়েক লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। বা বলা যায়, তাদের ব্রিটিশ পাস‌পোর্ট রয়ে‌ছে। তা‌দের বাংলা‌দেশ ভ্রমণের ক্ষে‌ত্রে নো ভিসা নি‌তে হয়। ডিসেম্বর মা‌সে ছু‌টির সম‌য়ে ক‌য়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি প‌রিবার নি‌য়ে দে‌শে যান। এমন প‌রি‌স্থি‌তি‌তে হঠাৎ ক‌রে নো ভিসার ফি বৃ‌দ্ধির খবরে ক‌মিউনিটি‌তে প্রতিক্রিয়া সৃ‌ষ্টি হয়।

এ বিষয়ে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী সংগঠ‌নের নেতা ও জেএম‌জি কার্গোর স্বত্বাধিকারী ম‌নির আহমদ ব‌লেন, ফি বৃ‌দ্ধির আগে প্রবাসীদের মতামত নেয়া, হা‌তে কিছুদিন সময় রেখে আগে থে‌কে প্রচারণার প্রয়োজন ছিল।

লন্ডনে ক‌মিউনিধ‌টির সাংবা‌দিক জাহাঙ্গীর হো‌সেন শুক্রবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে ব‌লেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব সৃষ্টির জন্য হঠাৎ করে বিভিন্ন সেবা গ্রহণের ফি বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে মন্তব্যের জান‌তে শুক্রবার সন্ধ্যায় লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশ‌নে‌ নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকরমিশনা‌র হজরত আলীর সঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তা‌কে ফো‌নে পাওয়া যায়নি।

অন্যে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা সরকা‌রের সিদ্বান্ত। সকল দে‌শের জন্য ই এটা বাড়া‌নো হ‌য়ে‌ছে। এখা‌নে হাইক‌মিশ‌নের কিছু করার নেই।

আরেকজন কর্মকর্তা জানান, সরকার গত চার তা‌রিখ থে‌কে ফি বা‌ড়ি‌য়ে তা অবিলম্বে কার্যকর করার কথা বলেছে। কিন্তু আমরা লন্ডন হাইক‌মিশ‌নে এখনও পু‌রনো রে‌টে ফি গ্রহণ কর‌ছি। ব্রিটে‌নে তা আগামী ১৭ ডিসেম্বর থে‌কে কার্যকর হ‌বে।

তি‌নি আরও জানান, নো ভিসা, নাগরিকত্ব ত্যাগ, দ্বৈত নাগরিকত্ব ও পু‌লিশ ক্লিয়া‌রেন্স শুধু এ চারটি সেবার ফি বেড়েছে। বাকী সব সেবার ফি অপরিবর্তিত রয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়