ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেই সঙ্গে দেশ ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের অনেক নেতাও। তারা বিভিন্নভাবে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে এমন তথ্য আগেই সামনে এসেছিল, এবার মিললো তার প্রমাণও।
সোমবার (২৫ নভেম্বর) নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে সামনে বিক্ষোভ করে সর্ব আওয়ামী লীগের নেতারা। ওই বিক্ষোভের সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভারতে পলাতক শেখ হাসিনা। তারা দাবি করছে, বিক্ষোভের পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছে।
ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক ও পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ও মুরাদ খান প্রমুখ। বাংলাভিশন
আপনার মতামত লিখুন :