শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআরইউ’র নির্বাচনে সভাপতি শুভ সাধারণ সম্পাদক মহিউদ্দিন

মনিরুল ইসলাম: [২] রাজধানীর পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৪ সালের জন্য নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

[৪] এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে টানা ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ১৭৩১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৪০৪ জন।

[৫] নির্বাচনে সভাপতি নির্বাচিত সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাখাওয়াৎ হোসেন বাদশা পেয়েছেন ৪২৯ ভোট। এই পদে মোট চারজন প্রার্থী হলেও পরে একজন (জহিরুল হক রানা ১২ ভোট) প্রার্থীতা প্রত্যাহার করে নেন। অপর প্রার্থী কবীর আহমেদ খান ৩৫৭ ভোট পেয়েছেন।

[৬] অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বীতা করা ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী পেয়েছেন ৩০৭ ভোট।

[৭] নতুন কমিটিতে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি শফীকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ এবং কল্যাণ সম্পাদক পদে মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

[৮] এ ছাড়া কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাতজন সদস্য হলেন হাবিবুর রহমান, ফারহানা ইয়াসমিন, সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম। সম্পাদনা: তারিক আল বান্না

এমআই/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়