শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৩, ০৮:৪০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৩, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমআরএফ’র নতুন সভাপতি ইমু সম্পাদক রানা

নিজস্ব প্রতিবেদক: [২] ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরামের (ডিএমআরএফ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচার একটি হোটেলে আয়োজিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সিনিয়র রিপোর্টার ইসমাঈল হুসাইন ইমু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সকালের সময়ের সিনিয়র রিপোর্টার আব্দুল লতিফ রানা।

[৩] এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির সিনিয়র রিপোর্টার মুহ. জাহাঙ্গীর হোসেন ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার গোলাম সাত্তার রনি। যুগ্ম সম্পাদক হয়েছেন দৈনিক জনতার আবু জাফর, অর্থ সম্পাদক নয়াদিগন্তের জিলানী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু, দফতর সম্পাদক একুশে সংবাদের আমিনুল হক ভুইয়া, প্রশিক্ষণ ও ক্রীড়া সম্পাদক বিডিনিউজের কামাল হোসেন তালুকদার। কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের জামিউল আহসান সিপু, সংগ্রামের তোফাজ্জল হোসেন কামাল, চ্যানেল টুয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ ও বাংলাদেশ প্রতিদিনের আলী আজম। 

[৪] বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা নতুন এই কমিটি ঘোষণা করেন। এসময় ক্র্যাবের সাবেক সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান খান, সারোয়র আলম ও ক্র্যাব সদস্য ও ডিএমআরএফ’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দু’বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

এসকে/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়