শিরোনাম
◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ১০:৩১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এসএম আকাশ, ফরিদপুর: মধুখালীতে এক সাংবাদিকের নামে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মিথ্যা মামলার প্রতিবাদে ডাঃ মাসুদুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ জুয়েল শরীফ। ২৪ মে ২০২৩ইং বুধবার বেলা দুই ঘটিকায় ফরিদপুরের মধুখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড পশ্চিম গাড়াখোলা গ্রামে শরীফ ফোম এন্ড বেডিং স্টোরে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি মামলার বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করে বলেন- আমি মোঃ জুয়েল শরীফ। পেশায় একজন সংবাদ কর্মী। বর্তমানে আমি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও শুকতারা টিভি.২৪ নামে আমার একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ রয়েছে। ইতিমধ্যে আমার এই পেজে ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফরিদপুর সহ দেশের অনেক বরেন্য ব্যক্তির নিউজ প্রচারিত হয়েছে। ফুটিয়ে তুলেছে অনেক ক্রাইমের ঘটনা।

গত ২৪ শে এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামে রত্না বেগম ২৪ নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের লোকজন ও স্বজনদের দাবি ছিল রত্না বেগম গত ১৩ই এপ্রিল পেটে ব্যথা নিয়ে মধুখালী সুমি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয়। ওই দিন রাত ১১ টায় ডাক্তার মাসুদুল হক তার সিজার করেন। সিজার পরবর্তীতে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়।

সুমি ক্লিনিকে চারদিন ভর্তি থাকার পর সে উপজেলার রায়পুর ইউনিয়নের সবরিকান্দি গ্রামে তার পিতা মোফাজ্জেল শেখের বাড়িতে অবস্থান করে। সেখান থেকে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে ২৪ এপ্রিল মৃত্যু বরন করে।

রোগীর স্বামী মনিরুল ইসলাম ও তার স্বজনরা বলেন, ঢাকায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পর চিকিৎসকরা জানান, পেটের মধ্যে গজ, তুলা, ক্লিপ পাওয়া গেছে, এগুলো পেটের মধ্যে রেখেই সেলাই করা হয়েছে। যার কারনে অতিরিক্ত রক্ত ক্ষরনে রত্না বেগমের মৃত্যু হয়েছে। এই সংবাদটি গত ২৬শে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ দেশের বড় বড় জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

নিহত রত্না বেগমের স্বামী মনিরুল ইসলামের উক্ত অভিযোগের একটি ভিডিও আমার কাছে রয়েছে। সেই ধারাবাহিকতায় উক্ত সংবাদটি আমি ২৮ এপ্রিল শুক্রবার শুকতারা টিভি.24 এ প্রচার করি। এরপর শুকতারা টিভি 24 এর এক দর্শক বাংলাদেশের বহুল পরিচিত ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিমের ১৬৯ নম্বর পর্বের একটি লিঙ্ক পাঠায়। যেখানে ডাঃ মাসুদুল হকের অনেক অপচিকিৎসার কথা তুলে ধরা হয়েছে। এটি দেখে আমি আমার ফেসবুক আইডিতে মধুখালিবাসী তথা দেশবাসীকে সতর্ক করার জন্য একটা স্টাটাস দেই।

এছাড়াও আমি গত ১লা মে ডাঃ মাসুদুল হকের অপচিকিৎসার শিকার লতিফা নাসরিন, স্বামী শাহিন শেখ সাং বৈকুন্ঠপুর তারও একটি প্রতিবেদন প্রচার করি। এর পরিপেক্ষিতে ডাঃ মাসুদুল হক আমার নামে মাগুরা সদর থানায় মিথ্যা চাঁদাবাজির একটি জিডি করেছে। বিষয়টি মধুখালী থানা পুলিশ নিশ্চিত করেছে।

এছাড়াও তিনি গত ২৩ মে ২০২৩ইং তারিখে আমার নামে মিথ্যা চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের দায়ে খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতে  মামলা দায়ের করেছে। মামলা নাম্বার সি আর ৩৩/২৩, বিষয়টি দৈনিক সবুজ বাংলাদেশ অনলাইন নিউজ প্রোর্টালের মাধ্যমে জানতে পেরেছি। আমি আমার নামে এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাই। 
তিনি আরো বলেন, ডাক্তার মাসুদুল হক বিভিন্ন জায়গায় পুলিশের এক উদ্বোর্তন কর্মকর্তার নাম ব্যবহার করে ভয়-ভিতি দেখিয়ে চলে। তারও যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি এই মিথ্যা অভিযোগ থেকে পরিত্রাণের জন্য দেশের সকল সংবাদকর্মীদের কছে সহযোগিতা কামনা করি । সহযোগিতা কামনা করছি  তাদের কাছে যারা ডাক্তার মাসুদুল হকের কাছে অপচিকিৎসার শিকার হয়েছে। আমি সঠিক সংবাদ প্রচার করেছি। আমি ডাক্তার মাসুদুল হক কে চিনি না তার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি।

তার সঙ্গে আমার গত ২৫ অথবা ২৬ এপ্রিল মোবাইল ফোনের মাধ্যমে সর্বোচ্চ ৩০ সেকেন্ড কথা হয়েছে। আমি তাকে আমার পরিচয় দিয়ে সুমি ক্লিনিকের সেদিনের সেই অপারেশনের কথা জানতে চাইলে তিনি বলেন, আমি দেড় বছর মধুখালীতে যায় না, তাহলে অপারেশন করলাম কিভাবে? এই বলে তিনি ফোনটি রেখে দেন। চাঁদা চাইলাম কিভাবে। 
প্রিয় মধুখালী বাসি আপনাদের সতর্ক করার উদ্দেশ্যেই আমি সংবাদটি প্রচার করেছিলাম। আপনারা আমাকে সহযোগিতা করুন। ডাক্তার মাসুদুল হক একজন ভয়ংকর প্রকৃতির লোক সে যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। সে আমার প্রচারিত সংবাদে ভীত হয়ে আমার নামে দেশের বিভিন্ন জেলায় জিডি ও মামলা করছে।

পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দুদক মহাপরিচালক এর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন মাগুরার জাহান ক্লিনিক এর মালিক ডাক্তার মাসুদুল হকের বিষয়ে খোঁজখবর নেন। তিনি আসলেই একজন ডাক্তার, নাকি অন্য কিছু। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়