শিরোনাম
◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা ◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৭ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে কুপিয়েছে সন্ত্রাসীরা

এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে তথ্য সংগ্রহের সময় এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেছে আহত ওই সাংবাদিক।

গত (০৭ জানুয়ারি) মঙ্গলবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে আহত সাংবাদিককে। হামলাকারী জজ মিয়া শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের আব্দুল লতিফের ছেলে। এ হামলায় তার  সঙ্গে অজ্ঞাত ৬ জন সন্ত্রাসী অংশ নেয়। 

জানা যায়, জজ মিয়া তার আপন সহোদর ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরুর চুরির ঘটনায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ কোন তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ ধরণের ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানায়। আর সেই সংবাদ সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারী। 

ঘটনার রাতেই জজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হলে গা ডাকা দেয় অভিযুক্ত সকল আসামি। যার ফলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। 

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ঘটনার পরেই মামলা নেওয়া হয়েছে অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। 
 
এজি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়