শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৭ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে কুপিয়েছে সন্ত্রাসীরা

এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে তথ্য সংগ্রহের সময় এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেছে আহত ওই সাংবাদিক।

গত (০৭ জানুয়ারি) মঙ্গলবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে আহত সাংবাদিককে। হামলাকারী জজ মিয়া শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের আব্দুল লতিফের ছেলে। এ হামলায় তার  সঙ্গে অজ্ঞাত ৬ জন সন্ত্রাসী অংশ নেয়। 

জানা যায়, জজ মিয়া তার আপন সহোদর ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরুর চুরির ঘটনায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ কোন তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ ধরণের ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানায়। আর সেই সংবাদ সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারী। 

ঘটনার রাতেই জজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হলে গা ডাকা দেয় অভিযুক্ত সকল আসামি। যার ফলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। 

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ঘটনার পরেই মামলা নেওয়া হয়েছে অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। 
 
এজি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়