মনিরুল ইসলাম: এবার আসাম বইমেলায় (২৮ ডিসেম্বর - ৯ জানুয়ারি ২০২৩) "ভাষাচিত্র প্রকাশনীর" স্টলে প্রয়াত বরেণ্য বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এর 'অল্প কথার গল্প গান' বইটি স্থান পেয়েছে।
আসাম বইমেলায় বইটির সব খন্ড সংগীতপ্রেমিদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে জানান গাজী মাজহারুল আনোয়ারের তনয় সারফরাজ আনোয়ার উপল।
তিনি বলেন, গত ৮ ডিসেম্বর 'কলকাতা বই মেলায়' আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার এর "অল্প কথার গল্প গান" বইএর দ্বিতীয় এবং তৃতীয় খন্ড প্রকাশিত হয়।
আমাদের প্রত্যাশা অনুযায়ী বইটির ৩টি খন্ডই কলকাতা বইমেলায় গানপ্রেমী অসংখ্য পাঠকদের মাঝে সাড়া ফেলে। এবং উল্লেখযোগ্য সংখ্যক পাঠকদের হাতে বইটি পৌঁছায়। কলকাতা বইমেলায় বইটি সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভারতের আসাম রাজ্যে গত বুধবার থেকে শুরু হওয়া বইমেলার আয়োজক কর্তৃপক্ষ "ভাষাচিত্র" প্রকাশনী কে বইমেলায় তাঁদের স্টল স্থাপনের অনুরোধ জানান।
তিনি আরও বলেন, বইমেলার আয়োজক এবং ভাষাচিত্র প্রকাশনীর কর্ণধার খন্দকার মনিরুল ইসলাম সোহেল আমাদের পরিবারকে বিষয়টি জানিয়েছেন। এটা নিঃসন্দেহে আমাদের পরিবারসহ গানপ্রিয় শ্রোতাদের জন্যও অনেক আনন্দের সংবাদ।
উপল জানান, আমার বাবা জীবদ্দশায় বলেছিলেন এই বইটি ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে। সে অনুযায়ী বাবা ইতিমধ্যে পুরো বইয়ের যাবতীয় খন্ডের প্রস্তুতি সম্পন্ন করে গেছেন। "অল্প কথার গল্প গান" বইতে আমার বাবার বিখ্যাত সমস্ত গানের নেপথ্যের গল্প বিস্তারিত তথ্যসহ উঠে এসেছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই খন্দকার মনিরুল ইসলাম সোহেলকে যিনি তাঁর প্রকাশিত সংস্থা 'ভাষাচিত্র' থেকে বইগুলি ধারাবাহিকভাবে প্রকাশ করছেন। কলকাতা বইমেলা ও আসাম বইমেলায় নিয়ে গেছেন।
তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ার শুধু আমার বাবা ই নন, তিনি নিজেই এক খন্ড একটি বাংলাদেশ, এমন মহান একজন মানুষের সন্তান হিসেবে গর্ববোধ করি।
আপনার মতামত লিখুন :