শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২২, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক জেলে পাঠানোর রেকর্ড, ৮০ শতাংশ খুনের শিকার

রিপোর্টার্স উইদাউট বর্ডারস

খালিদ আহমেদ: চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৩৩ সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে, যা গত বছরের চেয়ে ৪৫ জন বেশি। ২০২১ সালে বিশ্বে ৪৮৮ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছিল। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ)  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৯৯৫ সাল থেকে সাংবাদিকদের কারাবন্দির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে আরএসএফ।

চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে চীন। দেশটিতে ১১০ সাংবাদিককে জেলে পাঠানো হয়। এরপরই রয়েছে সেনাশাসিত মিয়ানমারের অবস্থান। মিয়ানমারে চলতি বছর ৬২ জন সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়। সরকারবিরোধী আন্দোলন চলা ইরানে এ বছর ৪৭ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এ ছাড়া ভিয়েতনামে ৩৯ ও বেলারুশে ৩১ সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়।

আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ ডেলোয়ার বলেন, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকারগুলো সাংবাদিকদের কারাদণ্ড দিয়ে দ্রুত জেল ভরছে।

আরএসএফের এ প্রতিবেদনে এবারই প্রথম ইরানের নাম ওঠে। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। এরপরই পোশাকের স্বাধীনতার দাবি ইরানজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। আরএসএফের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের পর ইরানে এ পর্যন্ত ৩৪ সাংবাদিককে কারাগারে পাঠানো হয়।

এদিকে চলতি বছর রেকর্ড ৭৮ নারী সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে, যা গত বছরের চেয়ে ১৮ জন বেশি। আরএসএফের প্রতিবেদনে বিক্ষোভ চলাকালে ইরানি সাংবাদিক নিলুফার হামেদি ও এলাহে মোহাম্মদিসহ গ্রেপ্তার হওয়া ১৫ নারী সাংবাদিকের কথা উল্লেখ করা হয়। তাদের এরই মধ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

গত বছরের চেয়ে চলতি বছর বিশ্ব সাংবাদিক হত্যার ঘটনাও বেড়েছে। আরএসএফের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে ৫০ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন। আর চলতি বছর ৫৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে। এদের মধ্যে আটজন যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় মারা যান। আরএসএফ জানায়, পেশাগত কারণে চলতি বছর ৮০ শতাংশ সাংবাদিক খুনের শিকার হন।

কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়