শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২, ০১:৩০ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২২, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

ফয়সাল চৌধুরী : সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য, আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে পেশাগত দায়িত্ব পালনে গেলে তার উপর সন্ত্রাসী মিঠুন বাহিনী হামলা করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার শিকার আহত সাংবাদিক ফিরোজ কায়সার বলেন, র‌্যাবের গাড়িতে বোমা হামলাকারী, বিদেশে পলাতক থেকে দেশে ফিরে এসে সন্ত্রাসী মিঠুন বাহিনীর প্রধান মিঠুনসহ বোমাপ্রস্তুতকারী তার ভাগ্নে কমল সহ মোট ৭ জন এবং অজ্ঞাত ৭/৮ জন মিলে  হামলা চালায়। এই ঘটনায় তাদের নামে দৌলতপুর থানায় একটি এজাহার জমা দিয়েছি। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সাংবাদিক ফিরোজ কায়সার চিকিৎসাধীন রয়েছে। এদিকে সাংবাদিক ফিরোজ কায়সারের সন্ত্রাসী হামলাকারী  মিঠুন গ্যাং এর অবিলম্বে গ্রেফতার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ সাংবাদিক নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতি প্রদান করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সাংবাদিক ফিরোজ কায়সার বাদী হয়ে এজাহার দাখিল করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়