শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৪৩ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথমবারের মতো ৬ জনকে পার্সন অব দ্যা ইয়ার সম্মাননা ২০২১ প্রদান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরাস্থ মেরিনো রয়েল হোটেলে দেশে প্রথমবারের মতো পার্সন অব দ্যা ইয়ার সম্মাননা প্রদান করা হয়। দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম নিউজ২১বিডি.নেট এর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো ২০২১ইং সালের সেরা মোট ৭জন ব্যক্তিত্বকে পার্সন অফ দা ইয়ার ২০২১ইং সম্মাননা ভূষিত করা হয়।
প্রথমবারের মতো পার্সন অব দ্যা ইয়ার ২০২১ইং সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করেন নিউজ২১বিডি.নেটের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জনাব শরিফুল ইসলাম খান।

যারা সম্মাননা পেলেন তারা হলো, *ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জাকারিয়া চৌধুরী (প্রবাসী মুক্তিযোদ্ধা), *সাংবাদিক আমিনুল ইসলাম বেদু (লেখক ও গবেষক), *অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী (শিক্ষা উন্নয়ন) *অধ্যাপক ডা: জালাল আহমেদ (চিকিৎসা সেবা), *ফেরদৌস হাসান রানা (নাট্য ব্যক্তিত্ব ও উপন্যাসিক), *নাজমুন নাহার (বিশ্ব ভ্রমণ), *আগস্টিন পিউরিফিকেশন (সমবায়) প্রমুখ।

এই একই আসরে নিউজ২১বিডি.নেট ও টোটালনিউজ২৪.কম এর বর্ষপূর্তি অনুষ্ঠান। দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম নিউজ২১বিডিডটনেট ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৫ বছর পদার্পণ করছে। দেড় দশক যাবত চলমান নিউজ২১বিডিডটনেট অনলাইন সংবাদ মাধ্যমে প্রথমবারের মতো পার্সন অফ দা ইয়ার সম্মাননা প্রবর্তন করেছে। আজ সন্ধ্যায় হোটেলে মেরিনো রয়েল এর বলরুমেম জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মধ্য দিয়ে বাংলাদেশের ২০২১ইং সালের সেরা ব্যক্তিত্বদের মোট ০৭জনকে পার্সন অফ দা ইয়ার ২০২১ সম্মাননা ভূষিত করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জনাব নিজামুল হক নাসিম,মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল মানান চৌধুরী,ভিসি,ওয়াল্ড ওয়ার্ল্ড ইউনিভারসিটি অব বাংলাদেশ।,জনাব খান নজরুল ইসলাম হান্নান, জনাব শামসুদ্দিন লাভলু, শাহাদাৎ জামান স্বপন, জনাব কামাল হোসেন, সৌমিত্র দেব,আশরাফুল ইসলাম, নার্গিস আলম, মাসুম বিল্লাহ, রাসিদুল হাসান বুলবুল, জুয়েল আনন্দ, প্রিয়াঙ্কা খান, সহ দেশের অনলাইন গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিক্ষাবিদ,সাহিত্যিক, রাজনীতিক, অর্থনীতিবিদসহ সমাজের বিভিন্নস্তরের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহাজারুল ইসলাম মোল্লা। পার্সন অব দ্যা ইয়ার সম্মাননা ২০২১ইং অনুষ্ঠানটিন সঞ্চালনা করেন সুমাইয়া জামান। টোটালনিউজ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়